মেনোরেজিয়া বা অতিরিক্ত মাসিক স্রাব

মেনোরেজিয়া কথাটির অর্থ হলো অতিরিক্ত মাসিক স্রাব৷ মাসিক স্রাব সাধারণত এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়৷ মাসিক স্রাব ৮ দিন অথবা তার চেয়ে বেশি হলে তাকে অতিরিক্ত মাসিক স্রাব বা মেনোরেজিয়া বলে৷ প্রথম মাসিক যখন শুরু হয় তখন হতে পারে, আবার বয়স বাড়ার পরেও হতে পারে৷

কারণ

* জরায়ুর প্রদাহ
* ডিম্বাধারের টিউমার
* জরায়ুর ক্যান্সার
* মাসিক বন্ধ হওয়ার সময়
* সন্তান হওয়ার পর জরায়ুর আকার পরিবর্তন হলে

লক্ষণ

* ৮ দিনের মধ্যে স্রাব বন্ধ হয় না
* অতিরিক্ত মাসিক স্রাব
* মাথা ব্যথা, পিঠ ও কোমর ব্যথা
* কোষ্ঠকাঠিন্য, রক্তস্বল্পতা, বমিবমি ভাব, দুর্বলতা
* রক্তশূন্যতা

পরামর্শ

* মা বাবার উচিত অত্যধিক চাপের কুফল সম্পর্কে অবহিত করা৷
* এ ধরনের সমস্যা দেখা দিলে বিলম্ব না করে ডাক্তারের সাথে যোগাযোগ করা৷
* প্রোটিন, ভিটামিন, আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে৷

চিকিত্‌সা
ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক কারণ জেনে সেই অনুযায়ী চিকিত্‌সা করাতে হবে৷

ঔষুধ সেবন ও ব্যবহারের ক্ষেত্রে রেজিষ্টার চিকিত্‌সকের পরামর্শ নিন৷ অন্যথায় কোন সমস্যার জন্য ডি.নেট দায়ী থাকবে না৷

0 comments:

Post a Comment

Blog Archive

Recent Posts

Categories

Unordered List

Sample Text

Pages