মস্তিষ্কে ক্যান্সারের সঙ্গে মোবাইল ফোনের যোগসূত্র আছে

৬০ বছর বয়সী সাবেক ব্যবসায়ী ইননোসেন্টে মার্কোলিনি ওই মামলাটি দায়ের করেন। মামলঅর আর্জিতে তিনি বলেন, "অতিমাত্রায় অর্থাত দিনে প্রায় ছয় ঘণ্টা করে ১২ বছর ধরে মোবাইল ফোন ব্যবহার করার কারণে তার মস্তিষ্কে টিউমার হয়েছে। ফলে তার মুখ-মণ্ডল আংশিকভাবে অবশ হয়ে গেছে।"

শুনানির পর ইতালির আদালত তার রায়ে বলেছে, "মস্তিষ্কে ক্যান্সারের সঙ্গে মোবাইল ফোন ব্যবহারের একটি সম্পর্ক আছে।" ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক অ্যানজিনো জিনো লেভিস আদালতে এ মামলার পক্ষে সাক্ষ্যে দিয়েছেন। তিনি এ রায়কে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "বিদ্যুত-চৌম্বকীয় তরঙ্গমালা ও টিউমার হওয়ার মধ্যে সম্পর্কের কথা এ রায়ের মাধ্যমে মেনে নেয়া হলো।"

মোবাইল ফোন কোম্পানিগুলো দীর্ঘ দিন ধরে নানাভাবে এ বক্তব্যের বিরোধিতা করে আসছে এবং তাদের বক্তব্য প্রমাণ করার জন্য অনেক গবেষণায় তহবিলের যোগানও দিয়েছে বলে জানান তিনি। ওই অধ্যাপক আরো বলেন, মোবাইল ফোন ব্যবহারে মস্তিষ্কে টিউমার হওয়ার আশংকা যে বাড়িয়ে দেয়, এ রায়ের মাধ্যমে সে কথাই প্রমাণিত হলো।

0 comments:

Post a Comment

Blog Archive

Recent Posts

Categories

Unordered List

Sample Text

Pages