বিশ্বে গর্ভপাত বাড়ছে



লন্ডন, ২০ জানুয়ারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, বিশ্বজুড়ে গর্ভাপাতের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে নারীর স্বাস্থ্য বড় মাপের ঝুঁকিতে পড়ে গেছে এবং গর্ভাপাতের পরিমাণ বাড়ছেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা বলেছেন, বর্তমানে বিশ্বের প্রতি হাজারে ২৮ জন নারী গর্ভাপাত ঘটান। পাশাপাশি অনির্ভরযোগ্য ক্লিনিকের মাধ্যমের গর্ভাপাতের হারও বাড়ছে।

তারা বলেছেন, অনির্ভরযোগ্য ক্লিনিক ও চিকিৎসকদের মাধ্যমে গর্ভাপাত করানোর কারণে নারী দেহে রক্তপাতের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি ইনফেকশসেন পরিমাণও বাড়ছে। এতে প্রসবকালে নারীর মৃত্যুহারও যেমন বাড়ছে, তেমনি নারীস্বাস্থ্যও ঝুঁকিতে পড়ে গেছে।

হু’র গবেষকরা দাবি করেন, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোতে গর্ভাপাতকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। এই কারণে এসব দেশে ঝুঁকিপূর্ণ গর্ভাপাত অতি স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে আফিকার অধিকাংশ দেশে শতকরা ৯৭ ভাগ গর্ভাপাত সম্পন্ন হয়, অবৈজ্ঞানিক ও অর্ভিরযোগ্য পন্থায়। লাতিন আমেরিকায় অর্ভিরযোগ্য গর্ভাপাতের সংখ্যাটি হচ্ছে ৯৫ শতাংশ। এশিয়ায় তা ৪০ শতাংশ, ওসেনিয়া অঞ্চলে ১৫ শতাংশ এবং ইউরোপে ৯ শতাংশ।

0 comments:

Post a Comment

Blog Archive

Recent Posts

Categories

Unordered List

Sample Text

Pages