যৌন ইনফেকশন


সাধারণত যৌন ইনফেকশনের জন্য যৌন সংসর্গ দায়ী। মুখে ও যৌনাঙ্গে শরীরের স্পর্শকাতর কোথাও যৌন সংক্রামক ব্যাধি থেকে থাকলে তা অপরকে আক্রান্ত করে থাকে সাধারণত পাঁচটি যৌন অসুখ পৃথিবীতে দেখতে পাওয়া যায়। এর মধ্যে সিফিলিস এবং গনোরিয়া প্রধান। এ ছাড়াও স্যাক্রয়েড, লিম্ফগ্রানোলোমা বেনেরাস এবং গ্রানোলোমা ইনজিনুয়াল অপর কিছু যৌনরোগ। নারীদের যৌন সংক্রামক রোগ হয় সাধারণত বহুগামিতার ফলে। অপরদিকে সমকামিতা এবং পতিতা সহবাসের জন্য পুরুষের যৌন সংক্রামক রোগ হতে পরে। নারী পুরুষ উভয়ের জন্য যৌন সংক্রামক রোগ যৌন জীবনের জন্য খুব ঝুঁকিপূর্ণ । নারী স্বাস্থ্যের ব্যাপারে আলোচনায় যৌন সংক্রামক নানা বিষয়ে আলোচনা করা উচিত।

যৌন সমস্যার চিহ্ন এবং উপসর্গ
যোনিতে বা ভালভাতে র‌্যাস
পায়ুর কাছাকাছি র‌্যাস
কুচকিতে র‌্যাস
নারীর স্তনে জ্বালাপোড়া
ঝিমুনি ভাব
যোনির মাথায় ঘামাচির মতো দানা
যৌনমিলনে ব্যথা
যোনির অস্বাভাবিক সমস্যা

শরীরের অন্যান্য চিহ্ন এবং উপসর্গ-
দ্রুত চুল হারানো
চোখের ইনফেকশন
পুঞ্জ পুঞ্জ মাথা ব্যথা
ঠোঁটের র‌্যাস
শরীরের অন্যান্য স্থানে র‌্যাস
চামড়ায় ফুসকুড়ি
হাতে এবং হাতের আঙ্গুলের র‌্যাস

হাইজিন নির্দেশনা-
১. প্রতি দিন নিয়মিত যৌনাঙ্গ ধোয়
২. সুতির অন্তর্বাস পরা
৩. রাসায়নিক পদার্থ দিয়ে যৌনাঙ্গ ধোয়া
৪. পায়ু সামনের দিক থেকে পেছনের দিকে ধোয়া
৫. প্রতিদিন অন্তর্বাস পরিবর্তন করা
৬. যৌনসঙ্গীর ইনফেকশন আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া
৭. যৌনমিলনের আগে অবশ্যই পুরুষকে কনডম ব্যবহার করতে বলা
৮. যৌনমিলনের আগে এবং পরে নারীর যৌনাঙ্গ ধুয়ে পেলা
৯. যৌনমিলনের পরে মূত্র ত্যাগ করা
১০ নিয়মিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করা
১১. যৌন আচরণ যেন অবাধ না হয় সেদিকে খেয়াল রাখা
১২. যৌনসঙ্গী বা সঙ্গিনীর ডাক্তারী পরীক্ষা করানো
 
 
+8801915885010

0 comments:

Post a Comment

Blog Archive

Recent Posts

Categories

Unordered List

Sample Text

Pages